Wednesday, March 24, 2021

দুবাইয়ের উপশাসক শেখ হামদানের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের উপশাসক শেখ হামদান বিন রশিদ আল মাকতুম আর নেই। খবর আল জাজিরার।

বুধবার ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। শেখ হামদান আরব আমিরাতের অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম টুইটারে এ খবর জানিয়েছেন।

শেখ হামদান ১৯৪৯ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দেশটির প্রয়াত শাসক শেখ রশিদ বিন সায়েদ আল মাকতুমের দ্বিতীয় ছেলে।

১৯৭১ সালে তাকে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়। দুবাইকে ব্যবসা-বাণিজ্যে একটি সমৃদ্ধ শহরে পরিণত করায় তার অবদান অনেক।

শেখ হামদান বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

The post দুবাইয়ের উপশাসক শেখ হামদানের ইন্তেকাল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%95-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a6/

No comments:

Post a Comment