Tuesday, March 30, 2021

মুফতি ওয়াক্কাস রহ.-এর ইন্তেকালে আল-হাইআতুল উলয়ার শোক

ফাতেহ ডেস্ক:

আজ ভোর ৫টায় আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সিনিয়র সহসভাপতি, দেশের শীর্ষ আলেম, জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক মহাসচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্মপ্রতিমন্ত্রী হযরত মাওলানা মুফতি ওয়াক্কাস (র.) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সাহেব এবং আল-হাইআতুল উলয়ার অধীন ৬ বোর্ডের নেতৃবৃন্দ।
দেশের সকল মসজিদ ও মাদরাসায় উলামায়ে কেরাম ও তালিবে ইলমদেরকে তাঁর জন্য কুরআন খতম ও বিশেষ দু‘আর অনুরোধ জানানো হয়েছে।

আল্লাহ তা‘আলা তাঁকে মাগফিরাত দান করুন এবং জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমীন।

The post মুফতি ওয়াক্কাস রহ.-এর ইন্তেকালে আল-হাইআতুল উলয়ার শোক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b0%e0%a6%b9-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

No comments:

Post a Comment