Monday, March 22, 2021

মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে সভা করবে না হেফাজত

ফাতেহ ডেস্ক:

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ করবে হেফাজতে ইসলাম। তবে কোনো সভা-মিছিল করবে না।

আজ সোমবার (২২ মার্চ) রাজধানীর সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রটারি মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, ‘মোদী ভারতের নিরহ মুসলমানদের হত্যা করেছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে তার আগমন মেনে নেয়া যায় না। আমরা শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ করবো।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি বলেন, ‘শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলায় হেফাজতের কেউ জড়িত ছিল না। যারা জড়িত, তাদের বিচার করা হোক।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জেহাদী। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মাওলানা মামুনুল হক।

আরো উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা আবুল কালাম, সহকারী মহাসচিব মাওলানা জসীম উদ্দীন, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতী মুনির কাসেমী, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতী শরীফ উল্লাহ, মালানা ফয়সাল প্রমুখ।

The post মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে সভা করবে না হেফাজত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b2/

No comments:

Post a Comment