ফাতেহ ডেস্ক:
ঢাকা, চট্টগ্রাম ও বিবাড়িয়ায় মাদারাসাছাত্র এবং তৌহিদি জনতার ওপর পুলিশ ও সরকারদলীয় নেতাকর্মীদের বর্বরোচিত হত্যা-হামলার প্রতিবাদে সারাদেশে আজ বিক্ষোভ ডেকেছে হেফাজতে ইসলাম। বিক্ষোভ সামনে রেখে রাজধানীসহ দেশজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) রাতে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়।
বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান জানান, রাজধানীসহ সারা দেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, হেফাজতে ইসলাম আজ বিক্ষোভ এবং আগামীকাল দিনব্যাপী হরতালের ডাক দিয়েছে।
The post হেফাজতের কর্মসূচি: রাজধানীসহ সারাদেশে বিজিবি মোতায়েন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%82%e0%a6%9a%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be/
No comments:
Post a Comment