আন্তর্জাতিক ডেস্ক :
মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। গত বছরের ন্যায় এবারও করোনার মহামারির মধ্যেই মুসল্লিদের ইবাদত-বন্দেগি করতে হবে। এ জন্য নির্দেশনাও জারি করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার।
দেশটিতে করোনায় সংক্রমণ হঠাৎ বাড়তে থাকায় তা রোধে বেশ কিছু নির্দেশনার কথা বলা হয়েছে। তবে এ বছর মুসল্লিরা মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারবেন। অবশ্য তা কেবল পুরুষদের ক্ষেত্রে। নারীদের ঘরে বসেই নামাজ পড়তে হবে।
নির্দেশনাগুলো হলো-
-পুরুষরা মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারবেন। তবে নারীদের জন্য মসজিদ বন্ধ থাকবে। প্রার্থনা করার সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
-হোম ভিজিট এবং পারিবারিক জমায়েতসহ সকল ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে। কেবল পরিবারের সদস্যরাই একই বাড়িতে থাকতে পারবেন।
-বাসিন্দাদের একে অপরের মাঝে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে।
-মসজিদের ভেতরে ইফতারের অনুমতি দেওয়া হবে না।
– ইফতারের তাঁবু নিষিদ্ধ থাকবে।
– ইফতারের জন্য বিজ্ঞাপনের বিশেষ অফার অনুমোদন দেওয়া হবে না।
-বিনামূল্যে খাবার বিতরণ কেবলমাত্র সরকারি দাতব্য সংস্থার মাধ্যমে অনুমোদন দেওয়া হবে। এটি আসরের নামাজের পর থেকে শুরু হবে এবং মাগরিবের নামাজের আগে এক ঘণ্টা সময়ের মধ্যে শেষ করতে হবে।
-পবিত্র কোরআন এবং অন্যান্য উপহার বিতরণ নিষিদ্ধ থাকবে।
The post মসজিদে তারাবি পড়া যাবে, ইফতার করা যাবে না appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%87%e0%a6%ab/
No comments:
Post a Comment