Saturday, March 27, 2021

ইন্দোনেশিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়াসি রাজ্যের রাজধানী মাকাসারের একটি ক্যাথলিক গির্জায় আত্মঘাতী বোমা হামলা হয়েছে। রোববার (২৮ মার্চ) সকালের প্রার্থনা চলাকালে এ হামলা ঘটেছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন রাজ্য পুলিশের মুখপাত্র ই. জুলপান।

রয়টার্সকে তিনি বলেন, ‘হামলার সময় গির্জাটিতে রোববারের প্রার্থনাসভা চলছিল। বিস্ফোরণে হামলাকারী ও তার আশেপাশে যারা ছিলেন, তাদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে।’

‘হতাহতের সংখ্যা কত— তা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। কারা এ হামলার জন্য দায়ী, তাও এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।’

তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দক্ষিণ সুলাওয়াসি পুলিশ। হামলার পর ভিডিওচিত্রে দেখা গেছে, ঘটনাস্থল ও তার আশাপাশের এলাকা কর্ডন করে রাখা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় মানুষ ও যানচলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

The post ইন্দোনেশিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d/

No comments:

Post a Comment