ফাতেহ ডেস্ক:
কোভিড-১৯ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৯৯৪ জন।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৪২ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ পাঁচ হাজার ৯৩৭ জন।
২৬ হাজার ৬২০টি নমুনা পরীক্ষায় এমন ফলাফল পাওয়া গেছে।
মঙ্গলবার করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন করে সুস্থ হয়েছেন ২১৬২ জন। এ নিয়ে ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন সুস্থ হলেন।
একদিনে শনাক্তের হার ১৮ দশমিক ৯৪ শতাংশ।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও সংক্রমণ বেড়েছে।
The post ২৪ ঘণ্টায় ৪৫ মৃত্যু, আক্রান্ত ৫০৪২ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%aa%e0%a7%ab-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/
No comments:
Post a Comment