Wednesday, March 31, 2021

মুফতি মুহাম্মদ ওয়াক্কাস-এর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক

ফাতেহ ডেস্ক:

আল-হাইয়াতুল উলয়ার কো-চেয়ারম্যান এবং বেফাকের সিনিয়র সহ-সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি, সাবেক এমপি ও মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ ও মুরুব্বী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ বুধবার এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ছিলেন দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, বর্ষিয়ান রাজনীতিবিদ, ইলমে হাদিসের একজন মহান শিক্ষক, অসংখ্য আলেমে দ্বীনের সুযোগ্য ওস্তাদ, বহু সংখ্যক মাদরাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক। ইখলাস, কুরবানী, সভ্যতা, ভদ্রতা, বিচক্ষণতা, দূরদর্শিতা, দৃঢ়তা, কলাণকামিতা, ফিকরে উম্মত ছিল তাঁর চিরাচরিতগুণাবলী। দীর্ঘ ৪ দশকেরও বেশী সময়ের একজন সত্যিকারের অভিভাবক মুফতী মুহাম্মদ ওয়াক্কাস রহ. আজ না ফেরার মিছিলে শরীক হলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তারা বলেন, মুফতী মুহাম্মদ ওয়াক্কাস রহ. একজন আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। মন্ত্রী ও একাধিক বার সংসদ সদস্য হয়েও তাঁর মধ্যে কোন অহংবোধ ছিল না। সর্বদা দেশ, জনগণ ও ইসলামের কল্যাণ এবং কওমী শিক্ষার উন্নতির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন। ইসলাম ও দেশের পক্ষে যে কোন আন্দোলনে তিনি সামনের সাড়িতে থাকতেন। ২০১৩ সালে হেফাজতের নাস্তিক বিরোধী আন্দোলনের পর দীর্ঘ কারাবাস করেছেন। এমন দরদী অভিভাবককে হারিয়ে আমরা শোকাহত, ব্যথিত।

আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। তাঁর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, ভক্ত, ছাত্র, কর্মী সবার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহর দরবারে কায়মানো বাক্যে মিনতি করছি- ‘আয় আল্লাহ! আপনি আপনার প্রিয় আলেম বান্দাকে জান্নাতুল ফেরদাওসের সম্মানিত মেহমান করে নিন’। আমীন।

The post মুফতি মুহাম্মদ ওয়াক্কাস-এর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b8/

No comments:

Post a Comment