আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরব এবার ইয়ামানে দীর্ঘ ছয় বছর ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমঝোতা চুক্তিসহ নতুন একটি প্রস্তাব দিয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ গতকাল সোমবার এক ঘোষণায় ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদেরকে এ প্রস্তাব দিয়েছেন।
ওই প্রস্তাবে বলা হয়েছে, যদি হুথি বিদ্রোহীরা উদ্যোগের শর্তগুলো মানতে সম্মত হয়, তাহলে সৌদি আরবও জাতিসংঘ-পর্যবেক্ষণাধীন দেশটিতে (ইয়ামান) যুদ্ধবিরতি মেনে চলবে। তবে এই যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমঝোতার প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি ইয়েমেন ও ইরান-সমর্থিত হুথিদের। চলমান সংঘাতের মধ্যে সৌদির এমন নতুন করে জল্পনা বেড়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়ামানে তীব্রভাবে বিমান হামলা চালাচ্ছে। রাজধানী সানা ও লোহিত সাগরের উপকূলে একটি শস্য বন্দরসহ আরো কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে তারা। এর মাঝেই এমন ঘোষণা আসলো সৌদি আরবের পক্ষ থেকে।
সূত্র : সিএনএন।
The post ইয়ামানে যুদ্ধবিরতির প্রস্তাব দিল সৌদি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8/
No comments:
Post a Comment