Tuesday, September 13, 2022

মারকাযুন নুরে ৭ সালা দস্তারবন্দী সম্মেলন ১৮ সেপ্টেম্বর

ফাতেহ ডেস্ক:

আগামী ১৮ সেপ্টেম্বর রবিবার মাদরাসা মারকাযুন নুর গাজীপুর এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ৭ সালা দস্তারবন্দী ইসলামী মহা সম্মেলন। এটি রতন মিয়ার নতুন বাড়ি সংলগ্ন মাঠ, বটতলা রোড, মৃধা বাড়ি, বোর্ড বাজার,গাজীপুরে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে মোহাম্মদ শাহাজাদা মৃধা’র সভাপতিত্বে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করবেন মুসলিম বাজার মাদ্রাসা, মীরপুরের মুহতামিম আল্লামা আব্দুল ওয়াহীদ কাসেমী। আমন্ত্রিত আলোচক হিসাবে আলোচনা পেশ করবেন যথাক্রমে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীকি, মুফতী ওয়ালীউল্লাহ, মুফতী উবাইদুর রহমান হুজাইফী, মুফতী আব্দুল্লাহ সালেহী হাফি, মুফতী আবিদ আল আহসান হাফি. প্রমুখ আলেমগণ।

এছাড়াও প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল, কাউন্সিলর ৩৫নং ওয়ার্ড, গাজীপুর সিটি। মাদরাসার পরিচালক, মুফতি রিজওয়ান রফিকী মাহফিল সফল করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

The post মারকাযুন নুরে ৭ সালা দস্তারবন্দী সম্মেলন ১৮ সেপ্টেম্বর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%ad-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4/

No comments:

Post a Comment