Tuesday, September 6, 2022

‘খতমে নবুওয়ত আন্দোলন’ : যেসব কারণে সফল হচ্ছে না

মুনশী নাঈম:

অনেকদিন ধরে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছেন বাংলাদেশের আলেমগণ। আন্দোলনের নিমিত্তে ‘খতমে নবুওয়ত আন্দোলন’ শিরোনামে তৈরী হয়েছে বিভিন্ন সংগঠন। কিন্তু আন্দোলনে সফলতার কোনো আভাস দেখা যাচ্ছে না। সংশ্লিষ্টগণ বলছেন, পরিকল্পনা, ধারাবাহিক কর্মসূচি এবং সুনির্দিষ্ট টার্গেটের অভাবে সফলতার মুখ দেখতে পারছে না আন্দোলনটি। আন্দোলনের নেতৃত্বে অন্তর্কলহ এবং বিভাজনকেও কারণ হিসেবে দেখছেন কেউ কেউ।

পরিকল্পনা ও ধারাবাহিক কর্মসূচির অভাব

খতমে নবুওয়ত আন্দলন সফল না হওয়ার পেছনে পরিকল্পনার অভাবকেই মূল হিসেবে দেখছেন ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের আমির মুফতি শোয়াইব ইবরাহিম। ফাতেহের সঙ্গে আলাপকালে তিনি জানান, ‘আন্দোলন কিভাবে, কার নেতৃত্বে, কখন কোন কর্মসূচি চলবে, তার পরিকল্পনা লাগে। লাগে ধারাবাহিক কর্মসূচি। কিন্তু আমাদের যতগুলো সংগঠন আন্দোলন করে, তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনাই নেই। হুট করে হুজুগ আসে, উপলক্ষ তৈরী হয়, ঝটপট একটা সমাবেশ কিংবা মিছিল হয়ে যায়। পরে সব চুপচাপ। আন্দোলন হয় মানুষকে জাগানোর জন্য। কিন্তু আমাদের আন্দোলনে মানুষ জাগছে না।’

হুজুগ জিনিসটা ধারাবাহিক নয়। তাই হুজুগে যে আন্দোলন হয়, তারা কর্মসূচিতে ধারাবাহিকতা থাকে না বলে মন্তব্য করেন মুফতি শোয়াইব ইবরাহিম। তিনি বলেন, ‘একটা জিনিসের রেশ ও প্রভাব ধরে রাখতে লাগে ধারাবাহিক কর্মসূচি। কিন্তু আমাদের কোনো ধারাবাহিক কর্মসূচি নেই। ফলে আন্দোলনটি তেমনভাবে প্রভাব তৈরী করতে পারছে না। জনগণকে সম্পৃক্ত করতে পারছে না। ধারাবাহিক কর্মসূচি দিয়ে আগে তো জনগণকে সম্পৃক্ত করতে হবে। তাদেরকে বুঝাতে হবে বিষয়টির গুরুত্ব। এখন মাঝেমধ্যে আমরা সভা-মিছিল করি, মানুষ ভাবে এটা বুঝি কেবল হুজুরদের আন্দোলন। অথচ, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার আন্দেলনটি সবার। সবাইকে এখানে সম্পৃক্ত করতে হবে।’

আইনসংশ্লিষ্ট মানুষের সঙ্গে মতবিনিময় নেই

আইনজীবী এবং পার্লামেন্টারি সদস্যদের সঙ্গে সুনির্দিষ্ট লক্ষে মতবিনিময় না হবার কারণটিকেও অনেকে গুরুত্বপূর্ণ একটি কারন হিসেবে দেখছেন। আলেম চিন্তকরা বলছেন, আন্দোলন পরিকল্পনার গুরুত্বপূর্ণ একটি অংশ হতে পারে এটি। এখানে যেহেতু রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি, রাষ্ট্রকে আইন পাশ করতে হবে। সুতরাং আইনসংশ্লিষ্ট মানুষদের সঙ্গে বসে কর্মপন্থা সাজাতে হবে।

এ প্রসঙ্গে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, ‘রাষ্ট্রকে দিয়ে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করাতে হলে তিনটি কাজ নিয়মিত করতে হবে। এক. আন্দোলনে ধারাবাহিক কর্মসূচি লাগবে। দুই. দেশের শীর্ষ আইনজীবীদের সঙ্গে বসে পরিকল্পনা সাজাতে হবে। যেহেতু বিষয়টি আদালতের বিষয়। তিন. পার্লামেন্টারি সদস্যদের সঙ্গে মতবিনিময় করতে হবে। তাদেরকে বিষয়টি বুঝাতে হবে। সবাই মুসলিম। আমার যে দাবি, স্পিকারেরও একই দাবি। তাদের সঙ্গে মতবিনিময় করলে তাদের কাছে বিষয়টির গুরুত্ব আরও প্রকটভাবে ধরা পড়বে।’

নেতৃত্বে অন্তর্কলহ এবং নেপথ্য ষড়যন্ত্র

আন্দোলনে ধারাবাহিক কর্মসূচি না থাকার পেছনে শীর্ষ নেতৃত্বে অন্তর্কলহ এবং নেপথ্যে ষড়যন্ত্রকে দায়ি করছেন কেউ কেউ। তারা বলছেন, বর্তমানে এই কলহ আরও বাড়ছে।

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে ২৭ আগস্ট আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশ নিয়ে তৈরী হয়েছে বিতর্ক। বোদ্ধারা বলছেন, এই সমাবেশের এই সময়টি উপযুক্ত ছিল না। বর্তমানে সব রাজনৈতিক দল নির্বাচনী পরিবেশ গোছাতে ব্যস্ত। মুসলিমপ্রধান এই দেশে সব দলই এখন এই সমাবেশকে নিজেদের দিকে টানতে চাইবে। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করতে চাইবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ফাতেহকে জানিয়েছে, ‘সংগঠনের সভাপতি আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া সাহেবের প্রতি হাইয়াতুল উলয়ার চেয়ারম্যানের পরামর্শ ছিল, তিনি যেন আগে কাদিয়ানিদের অমুসলিম দাবিকারী প্রত্যেকটি সংগঠন নিয়ে আলাদা আলাদা বসেন। তারা সবাই রাজি হলে পরে সর্বদলীয় উলামা সমাবেশ করেন। পরে মাঠে-ময়দানে নামেন। মুহাম্মাদ ইয়াহইয়া সাহেবের ইচ্ছেও এমনই ছিল। কিন্তু তাকে খতমে নবুওয়তের ব্যানারে ত্বরিৎ সমাবেশ করতে একপ্রকার বাধ্য করা হয়।’

শীর্ষ আইনজীবিদের সঙ্গে মতবিনিময় সভা করারও পরামর্শ দিয়েছিলেন হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি সূত্র ফাতেহকে জানিয়েছে, ‘আল্লামা ইয়াহইয়া সাহেব সূত্রকে নিজে বলেছেন, খতমে নবুওতের এই সমাবেশ কর্মসূচি ঘোষণার আগে তাকে কর্মসূচি দেখানোই হয়নি। তিনি সংগঠনের আরও হিসাব-নিকাশ চেয়েছিলেন, হিসাব-নিকাশও তাকে দেখানো হয়নি।’

সূত্রটি আরও জানিয়েছে, সংগঠনটির শীর্ষ নেতৃত্বে আরেকটি রদবদল আসতে পারে শিগগির।

The post ‘খতমে নবুওয়ত আন্দোলন’ : যেসব কারণে সফল হচ্ছে না appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%96%e0%a6%a4%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%93%e0%a7%9f%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac/

No comments:

Post a Comment