Friday, September 16, 2022

ওমরা চলে যাচ্ছে মধ্যবিত্তের নাগালের বাইরে : তিন বছরে খরচ হয়েছে দ্বিগুণ

মুনশী নাঈম:

দিনদিন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে ওমরাযাত্রার স্বপ্ন। ভিসার মূল্য, আবাসিক খরচ এবং বিমান টিকেটের দামবৃদ্ধির কারণে দুঃসাধ্য হয়ে যাচ্ছে মধ্যবিত্তের ওমরাযাত্রা। সংশ্লিষ্টগণ বলছেন, গেলো তিন বছরে ওমরার খরচ বেড়ে হয়েছে দ্বিগুণ। ফলে অনেকে ওমরায় যেতে চাইলেও এখন আর সাহস করতে পারছে না। দাম শুনেই আগ্রহীদের মুখে নামছে দীর্ঘশ্বাসের ছায়া।

কোভিড ১৯ এর কারণে ধর্মপ্রাণ মুসলমানরা দীর্ঘ দুই বছর ওমরা পালনের জন্য সৌদি আরবে যেতে পারেননি। ২০২২ সালে করোনা সংক্রমণ কমে যাওয়ার ফলে ওমরা ও হজ্বের অনুমতি দেয় সৌদি সরকার। ফলে ওমরা যাত্রী আগের যেকোনো সময়ের চেয়ে কয়েকগুণ বেড়ে গেছে।

তিন বছরে খরচ বেড়েছে দ্বিগুণ

তিন বছরে ওমরার খরচ বেড়ে দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন সরকার নিবন্ধিত হজ এজেন্সি ইউনিভার্সাল ট্রাভেল বিডির পরিচালক তানভির আহমদ। ভিসা এবং টিকেট বৃদ্ধির কারণে এই খরচ বেড়েছে বলেও জানান তিনি। তিনি ফাতেহকে বলেন, ‘কোভিডের আগে ৮০ থেকে ৯০ হাজারের মধ্যে ভালো প্যাকেজ পাওয়া যেতো। কিন্তু এখন সবচে নিম্নমানের প্যাকেজটাই ১ লাখ ২০ হাজার থেকে শুরু। টিকেটের দাম বাড়ার কারণে এখন এটাও পারব না।’

সর্বশেষ ওমরাদলের বিবরণ দিয়ে তিনি বলেন, ‘গত ৬ সেপ্টেম্বর আমাদের সর্বশেষ ওমরাদল সৌদি গিয়েছে। এদের মধ্যে যারা আগে বুকিং দিয়েছিল, তারা ১ লাখ ২০ হাজারে পেয়েছে। পরে যারা এসেছে, তারা পেয়েছে ১ লাখ ২৫ হাজারে। এরও পর যারা এসেছে, টিকেট সঙ্কটের কারনে তাদের খরচ পড়ছে দেড় লাখের মতো। তার মানে কোভিডের আগের তুলনায় এটা দ্বিগুণ। এটা বললাম সর্বনিম্ন প্যাকেজ। ভালো প্যাকেজের দাম তো দুই লাখ ছুঁই ছুঁই।’

এই এজেন্সি মালিক জানান, ‘এখন ভিসার দামও বাড়িয়েছে সৌদি। রিয়ালের দাম বাড়ার কারণে বাড়ছে টিকেটের মূল্য। গত সপ্তাহে দু’তিনবার টিকেটের দাম বেড়েছে। বেড়েছে সৌদির আবাসন খরচ। সব মিলিয়ে সবচে কমের মধ্যে হলেও ১ লাখ ৩০ হাজার টাকা লাগবে। যেটা মধ্যবিত্তের নাগালে নেই।’

এয়ারলাইনসের কারসাজিতে টিকেটের দাম বৃদ্ধি

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওমরাযাত্রীদের টিকিটের দাম দেড়শ মার্কিন ডলার বৃদ্ধি করেছে।

সূত্র জানায়, সৌদিয়া এয়ারলাইন্স বর্তমানে জনপ্রতি ওমরা টিকিট ৭৫ হাজার টাকা, ৮০ হাজার টাকা এবং ৯০ হাজার টাকায় বিক্রি করছে। থার্ড ক্যারিয়ারগুলোও প্রায় ৮৮ হাজার টাকায় ওমরা টিকিট বিক্রি করছে। বিমান ওমরা টিকিট ৭২ হাজার টাকা ও ৭৮ হাজার টাকায় বিক্রি করছে। আগামী ১লা অক্টোবর থেকে বিমান ওমরাহ টিকিটের দাম বৃদ্ধি করে ৮৫ হাজার টাকা নির্ধারণ করেছে। এসব টিকিট কোনো সিন্ডিকেট চক্রের কাছ থেকে কিনতে হলে আরো অতিরিক্ত কয়েক হাজার টাকা গুনতে হবে।

ওমরা করে আসা এক হাজি ফাতেহকে জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ওমরা যাএীদের কাছ থেকে টিকেটের দাম বেশি রাখলেও তাদের সার্ভিস সন্তোষজনক নয়। বিমানের সিটগুলোর অবস্থা ভালো না। হেলান দেয়ার জন্য মুভ করা যায় না। সিটের স্ক্রিনগুলো বেশিরভাগ নষ্ট। ক্রুদের বললে তারা বলে নষ্ট করার কিছুই নাই। এক কথায় সার্ভিসের মান খুব খারাপ।

এজেন্সিগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বিমানের কোনো সিট নেই। দেড় মাসের টিকিট নামে বেনামে সিন্ডিকেট চক্রের কাছে বিক্রি করে দিয়েছে বিমান অফিস। এতে ওমরা এজেন্সির মালিকরা বিমান অফিসে ধর্না দিয়েও ওমরাযাত্রীদের কোনো টিকিট পাচ্ছে না। আটাব ও হাব নেতৃবৃন্দ দাবি করেছেন, বিমানের দেড় মাসের ফ্লাইটগুলো যথাযথভাবে চেক করা হলেই থলের বিড়াল বেরিয়ে আসবে।

সংকট নিরসনে কে কী বলছেন

হাব নেতৃবৃন্দ বলছেন, ওমরা হজ্বযাত্রীদের চাপের কারণে ও যাত্রা নিশ্চিত করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিডিউল ফ্লাইট ছাড়াও সপ্তাহে ১টি করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে পারে। এছাড়াও চট্টগ্রাম থেকে জেদ্দা আগে সপ্তাহে তিনটি ফ্লাইট ছিল। বর্তমানে দুইটি চালু রয়েছে একটি বন্ধ। বন্ধ করা ফ্লাইটি প্রতি মঙ্গলবার চালু করে এবং চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম আরও একটি ফ্লাইট চালু করার জন্য জোর দাবি জানান।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর মহাসচিব আবদুস সালাম আরেফ ফাতেহকে বলেন, ‘টিকেটের এই দামবৃদ্ধি জুলুম। আমরা বিমানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। দাম কমানোর আবেদন জানিয়েছি। পাশাপাশি যাত্রীদের চাপ কমাতে ফ্লাইট বাড়ানো এবং বন্ধ ফ্লাইট চালু করারও আবেদন জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সমহারে যদি এজেন্সিগুলোর জন্য টিকেট দেয়া হতো, কিংবা টিকেটের ক্রয়ক্ষমতা সরাসরি এজেন্সিকে দেয়া হতো, তাহলে এ সঙ্কট তৈরী হতো না। সব বিষয়ে ২৮ আগস্ট আমরা মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছি।’

জানা গেছে, গত মঙ্গলবার বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর দপ্তরে তার সাথে বৈঠক করেন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ও মহাসচিব ফারুক আহমদ সরদার। বৈঠকে তারা ওমরাযাত্রীদের অতিরিক্ত বিমান ভাড়া হ্রাস ও যৌক্তিক ভাড়া নির্ধারণের জন্য বিমান প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ জানান।

The post ওমরা চলে যাচ্ছে মধ্যবিত্তের নাগালের বাইরে : তিন বছরে খরচ হয়েছে দ্বিগুণ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%93%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d/

No comments:

Post a Comment