ফাতেহ ডেস্ক:
চলমান জ্বালানি সংকট নিরসনে ভারতের শীর্ষ ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপ বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের আগ্রহ প্রকাশ করেছে। চলতি বছরের শেষ নাগাদ বিদ্যুৎ রপ্তানি শুরু করার পরিকল্পনাও রয়েছে। পূর্ব ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা জেলায় ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে আদানি পাওয়ার। সেখান থেকেই আসছে ডিসেম্বরে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করতে পারে আদানি পাওয়ার। যদিও বাংলাদেশে তখন শীত মৌসুম হওয়ায় বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকবে।
দিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানিয়েছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি।
ওই সাক্ষাতের পর ভেরিফায়েড টুইটারে এক পোস্টে গৌতম আদানি জানান, অচিরেই ঝাড়খন্ড রাজ্যে আদানি পাওয়ার লিমিটেডের ১ দশমিক ৬ গিগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি চালু হবে। এখান থেকে সরাসরি সঞ্চালন লাইনের মাধ্যমে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে রপ্তানি শুরু হবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে ভারতের অবকাঠামো ব্যবহারের লক্ষ্য রয়েছে, তার সাথে সঙ্গতিপূর্ণ এ প্রকল্পটি।
ভারতের কয়লা খনি প্রধান অঞ্চল হলেও ঝাড়খন্ডের ওই বিদ্যুৎকেন্দ্রটিতে প্রধানত আমদানি করা কয়লা পোড়ানো হবে। দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের ২০১৭ সালের অনুমোদন নথি সূত্রে এমনটাই জানা যায়।
The post ডিসেম্বরেই বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করতে চায় আদানি গ্রুপ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6/
No comments:
Post a Comment