Friday, September 2, 2022

ভুয়া খবর প্রচারে ভারতে ‌শীর্ষে পশ্চিমবঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে ২০২১ সালে ভুয়া খবর সবচেয়ে বেশি ছড়িয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) প্রকাশিত তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৩টি ভুয়া খবরের ঘটনা ঘটেছে। শুধু কলকাতায় ভুয়া খবরের সংখ্যা ২৮টি। যা ভারতে মোট এ ধরনের মামলার প্রায় এক-চতুর্থাংশ।

তালিকায় পশ্চিমবঙ্গের পরেই রয়েছে তেলেঙ্গানা। ওই রাজ্যে ৩৪টি ও উত্তর প্রদেশ ২৪টি ভুয়া খবর ধরা পড়েছে। সব মিলিয়ে ভারতে ১৭৯টি মামলার রিপোর্ট হয়েছে। শতাংশের বিচারে পশ্চিমঙ্গের ক্ষেত্রে যায় ২৪ শতাংশ।

দেশের ১৯টি মেট্রো শহরে রেকর্ড করা সমস্ত অপরাধের প্রায় ৬০ শতাংশই কলকাতার। ভুয়া খবরের সংখ্যা ২৮টি। কলকাতার পরেই রয়েছে মুম্বাই ও হায়দ্রাবাদ। এ দুই শহরেই ৮টি করে মামলা রেকর্ড করা হয়েছিল।

এদিকে পশ্চিমবঙ্গে ভুয়া খবরের ঘটনা বৃদ্ধির জন্য তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরকে দায়ী করেছে।

কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর বলেন, সংবাদ প্রকাশের আগে সাংবাদিকদের তাদের তথ্য কয়েকবার যাচাই করা উচিত। একজন সাংবাদিকের কখনোই রিপোর্ট করার সময় যেকোনো বিষয়ে ধারণাকে উপেক্ষা করা উচিত নয়। সন্দেহ হলেই খবর যাচাই করা উচিত।

The post ভুয়া খবর প্রচারে ভারতে ‌শীর্ষে পশ্চিমবঙ্গ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%96%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b6/

No comments:

Post a Comment