ফাতেহ ডেস্ক:
বর্তমান কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে আইনি কাঠামোতে গণমাধ্যমকে যুক্ত করা হচ্ছে। আর এ বিষয়টি আউয়াল কমিশনের কর্মপরিকল্পনায়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত যেকোনো কাজে সাংবাদিকদের নির্বিঘ্নে দায়িত্ব পালনের জন্যই এ উদ্যোগ নিচ্ছে আউয়াল কমিশন।
এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, ভোট চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা যদি বাধা বা নির্যাতনের শিকার হন তাহলে তাদের সুরক্ষায় সর্বোচ্চ তিন বছরের জেলের শাস্তি নির্ধারণ করতে চায় ইসি। সর্বনিম্ন এক বছর শাস্তির বিধানও রাখা হচ্ছে। এ লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে নতুন এ বিধান যুক্ত করার সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।
আহসান হাবিব খান বলেন, বর্তমান কমিশনই প্রথম বেশকিছু আইন পরিবর্তনের জন্য আইন মন্ত্রণালয়ে লিখছে। আমরা চাই, আমাদের বদলে আপনারা হাজির থেকে সংবাদগুলো সঠিকভাবে কাভার করেন। আপনাদের সিকিউরিটির কথা চিন্তা করে, নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আইনে নতুন একটা সংযোজন করছি।
The post সাংবাদিকদের সুরক্ষায় ইসির উদ্যোগ, যুক্ত হচ্ছে নতুন বিধান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf/
No comments:
Post a Comment