Wednesday, July 1, 2020

আফগানিস্তানে গরুর হাটে বোমা হামলা, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হিলমান্দে একটি গরুর হাটে ভয়াবহ সিরিজ বোমা হামলায় অন্তত ২৩ বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। স্থানীয় সময় সোমবার ওই হামলার ঘটনা ঘটে। খবর আরব নিউজের।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এ হামলায় তালেবানদের দায়ী করছে। কিন্তু তালেবানরা এ দাবি প্রত্যাখ্যান করে উল্টো এ জন্য সরকারি বাহিনীকেই দোষারোপ করছে। হামলার পর তালেবানরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আপলোড করে দাবি করছে এ হামলা আসলে সরকারি বাহিনী করেছে।

ভিডিওটিতে দেখা যায়, দাঁড়িওয়ালা এক লোক হামলায় প্রাণ হারানো দুজনকে দেখিয়ে বলছেন- নিহতদের একজন আমার ভাই, আরেকজন আমার ভাতিজা। এরা সবাই সরকারি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। নিহতদের কেউই তালেবান সদস্য ছিলেন না।

উল্লেখ্য, এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

The post আফগানিস্তানে গরুর হাটে বোমা হামলা, নিহত ২৩ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac/

No comments:

Post a Comment