ফাতেহ ডেস্ক:
জম্মু-কাশ্মিরের পাক-ভারত সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে এক ভারতীয় সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার রাজৌরি জেলায় তারকুন্ডি সেক্টরে দায়িত্ব পালনকালে রাজেশ কুমার (৪১) নামের ওই সেনা কর্মকর্তা নিহত হন। এ নিয়ে বিগত চার দিনে ভারতের দুই সেনা কর্মকর্তা পাকিস্তানি বাহিনীর হাতে নিহত হলেন।
ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, এদিন জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলায় তারকুন্ডি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি বাহিনী। এ সময় তারা ছোট অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণ করে এবং মর্টার হামলা চালায়।
এ সময় গুলিতে গুরুতর আহত হন জেসিও পদমর্যাদার ওই কর্মকর্তা। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ফরওয়ার্ড পোস্টে দায়িত্বরত ছিলেন।
ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, তাদের সেনারা পাল্টা গুলিবর্ষণের মাধ্যমে পাকিস্তানি বাহিনীকে উপযুক্ত জবাব দিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে বলছে, পাকিস্তানি বাহিনীর ওই হামলায় সীমান্ত ঘেঁষা ভারতীয় গ্রামে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে বাগতুর গুরেজ গ্রামে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে একটি বাড়ি। এ ছাড়া আরো তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া মর্টারের হামলায় একটি সরকারি স্কুল ও একটি মাদ্রাসার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত রোববার পাক বাহিনীর গুলিতে রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখায় এক ভারতীয় সেনা কর্মকর্তা নিহত হন। রাজিন্দর সিং নামের ওই কর্মকর্তাও জেসিও পদমর্যাদার ছিলেন। তিনি কলসিয়ান সেক্টরে একটি ফরোয়ার্ড পোস্টে দায়িত্ব পালন করছিলেন।
The post পাকিস্তানের হামলায় ভারতীয় সেনা অফিসার নিহত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80/
No comments:
Post a Comment