Wednesday, September 2, 2020

আপিল বিভাগে আরো দুই বিচারপতি

ফাতেহ ডেস্ক:

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আরো দুই জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে সার্কুলার জারি করেছে আইন মন্ত্রণালয়। নতুন নিয়োগপ্রাপ্ত দুই জন হলেন- বিচারপতি তারিক-উল হাকিম এবং বিচারপতি ওবায়দুল হাসান।

আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শপথের দিন থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।

জানা গেছে, আপিল বিভাগে বর্তমানে প্রধান বিচারপতিসহ ৬ জন বিচারপতি রয়েছেন। নতুন দুই জন নিয়োগের ফলে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৮ জন।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতা বলে হাইকোর্ট বিভাগে কর্মরত ওই দুই জন বিচারককে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের তারিখ থেকে তাদের নিয়োগ কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

The post আপিল বিভাগে আরো দুই বিচারপতি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0/

No comments:

Post a Comment