Thursday, February 25, 2021

উত্তরপ্রদেশে ‘লাভ জেহাদ’ বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশে ‘লাভ জেহাদ’ বিল পাস হয়েছে। ২৪ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের বিধানসভায় কণ্ঠভোটে বিলটি পাস হয়।

‘লাভ জেহাদ’ নিয়ে হতে যাওয়া নতুন আইনে বলা হয়েছে, রাজ্যে বিয়ের জন্য কোনও নারীকে ধর্মান্তকরণ করা হলে তা বাতিল বলে বিবেচিত হবে। পাশাপাশি, বিয়ের পরে ধর্ম বদলাতে চাইলে জেলা প্রশাসকের কাছে আবেদন জানাতে হবে। কোনও রকম প্রতারণা, প্রলোভন দেখিয়ে অথবা জোর করে ধর্মান্তকরণ করালে অভিযুক্তের ৩ থেকে ১০ বছরের সাজা হতে পারে। একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানাও করা হতে পারে।

এদিকে এই আইনকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে মামলা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন ফর জাস্টিস অ্যান্ড পিস।

উত্তরপ্রদেশের একাংশের অভিযোগ, উত্তরপ্রদেশ পাস হওয়া এই বিল সমাজ ও সংবিধানের চরিত্র বদলে দিতে পারে। এমনকি, সমাজের এক শ্রেণির মানুষ এটাকে হাতিয়ার করে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দিতে পারে প্রতিপক্ষকে।

গত বছরের নভেম্বরের আগে এই আইনটি জারি করেছিলেন উত্তরপ্রদেশের গভর্নর আনন্দিবেন প্যাটেল।

সূত্র: টাইমস নাউ

 

The post উত্তরপ্রদেশে ‘লাভ জেহাদ’ বিল পাস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ad-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6/

No comments:

Post a Comment