Wednesday, February 24, 2021

পিকে হালদারের দুর্নীতি: দুদকের ১০ মামলার প্রস্তুতি, আসামি ৪০

ফাতেহ ডেস্ক:

পিকে হালদারের দুর্নীতিতে ৪০জনকে আসামি করে ১০ মামলার প্রস্তুতি দুদকের। আমানতের অর্থ ভাগাভাগি করে হাতিয়ে নেয়ার অভিযোগ।

আর্থিক খাতের আলোচিত পিকে হালদারের দুর্নীতিতে চল্লিশজনকে আসামি করে দশটি মামলার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এসব মামলায় কাগুজে প্রতিষ্ঠানের নামে তিনটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান থেকে সাতশো কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রাথমিক প্রমাণ দেয়া হয়েছে। কমিশনে পেশ হওয়া প্রতিবেদনে বলা হয়েছে, পিকে ও তার সহযোগীরা সাধারণ মানুষের আমানতের অর্থ ভাগাভাগি করে হাতিয়ে নিয়েছেন।

প্রশান্ত কুমার ওরফে পিকে হালদার। স্মরণকালে আর্থিক কেলেঙ্কারির সবচেয়ে বড় হোতা। যিনি কয়েকটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান থেকে সহযোগীদের নিয়ে দশ হাজার কোটি টাকা হাতিয়ে বিদেশে পালিয়ে গেছেন।

অর্থ আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ৩৩জনের বিরুদ্ধে পরে মামলা করে দুদক। এসব মামলায় গ্রেপ্তার হওয়া পিপলস লিজিংয়ের চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হককে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হয়। পরে তারা আদালতে দোষ স্বীকার করে যে জবানবন্দি দিয়েছেন তাতে বেরিয়ে আসে অনেকের নাম।

সবশেষ দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে দশটি কাগুজে প্রতিষ্ঠানের নামে পিকে হালদার ও তার সহযোগীরা ঋণের নামে তিনটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান থেকে হাতিয়েছেন সাতশো কোটি টাকা। এমন জালিয়াতির তথ্য প্রমাণ তুলে ধরে কমিশনে দশটি প্রতিবেদন পেশ করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন একটি অনুসন্ধান টিম।

কমিশনে পেশ হওয়া প্রতিবেদনে ইন্টারন্যাশনাল লিজিং, ফাস ফিন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এবং বর্তমান চেয়ারম্যান-এমডি, পরিচালকসহ এই তিন প্রতিষ্ঠানের ত্রিশজনকে আসামি করে মামলার সুপারিশ করা হয়েছে। এছাড়া কনিকা, কলাসিন, লিপ্রো ইন্টারন্যাশনাল, আরবি এন্টারপ্রাইজসসহ দশটি কাগুজে প্রতিষ্ঠানের ১০জন মালিককের বিরুদ্ধেও মামলার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান বলেন, এ বিষয়ে অবশই মামলা হবে। পি কে হালদার এবং তার সংশ্লিষ্টদের নিয়ে দুদক একটি বিশাল কর্মযজ্ঞের মধ্যে আছে। আমাদের কাছে আরও দশটি অনুসন্ধান প্রতিবেদন এসেছে, সেগুলোও আমরা পর্যালোচনা করছি।

The post পিকে হালদারের দুর্নীতি: দুদকের ১০ মামলার প্রস্তুতি, আসামি ৪০ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a6/

No comments:

Post a Comment