ফাতেহ ডেস্ক:
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা মুসলিম বিশ্বের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন।
আজ বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
ভাষণে মন্ত্রী বলেন, আল্লাহর নির্দেশ না মানার কারণেই আজকের মুসলমানগণ পথভ্রষ্ট হচ্ছে। বেশি বেশি কুরআন প্রতিযোগিতার আয়োজন কুরআন বুঝার ক্ষেত্রে উপলব্ধি সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানটি ওআইসি ইয়ুথ ক্যাপিটাল, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের সহায়তায় এবং ধর্ম মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আইসিওয়াইএফের প্রেসিডেন্ট তাহা আয়হা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন।
প্রতিযোগিতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান। আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের অন্যতম সদস্য ড. মাওলানা কাফিল উদ্দিন সরকার।
The post ‘আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা মুসলিম বিশ্বের মাঝে সেতুবন্ধন’ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%86%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf/
No comments:
Post a Comment