ফাতেহ ডেস্ক:
আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী বলেছেন, আল জাজিরার কন্টেন্ট কি করে। জানান, সরকার আদালতকে ব্যবহার করছে।
এদিকে, রাজধানীর গুলশানে এ সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, আল জাজিরার কেলেঙ্কারি থেকে দৃষ্টি সরাতে সরকার জিয়ার খেতাব বাতিলের বিষয়টি সামনে এনেছে।
আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে আলোচনা সভায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
তিনি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার ভাইকে সামাল দিতে পারছেন না। নিজেদের দ্বন্ধে নিরীহ সাংবাদিক খুন হয়েছে বলেও জানান তিনি। পরে দুপুর গুলশানে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান জানান, গণমাধ্যমকর্মীদের ভয় দেখানোর জন্যই নোয়াখালীতে সংবাদ কর্মীর ওপর হামলা করা হয়েছে।
খালেদা জিয়ার চিকিৎসার মতো মৌলিক অধিকার নিশ্চিতে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে সরকারের প্রতি আহবানও জানান তিনি। জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিলে আর কারো খেতাবই নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি।
The post সরকার আদালতকে ব্যবহার করছে: রিজভী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0/
No comments:
Post a Comment