ফাতেহ ডেস্ক:
কারাগারে মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে আজও সকাল থেকে চলছে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর বিভিন্ন কর্মসূচি। শনিবার বেলা সোয়া এগারটার দিকে শাহবাগে বিক্ষোভ মিছিল করে ছাত্র ফেডারেশনের কর্মীরা।
এসময় তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। পাশাপাশি আগামী ১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ৩ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন।
কোনো অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে শাহবাগসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
এদিকে রাতে, পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে ছাত্র ইউনিয়নের ৬ জন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একজনের নামে শাহবাগ থানায় মামলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এ মামলাটি করা হয়।
কারাগারে মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার দিনভর হয় বিক্ষোভ সমাবেশ-মিছিল। সন্ধ্যায় শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর মশাল মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহতও হন বেশ কজন।
উল্লেখ্য, গত বছরের ৬ মে লেখক মুশতাক আহমেদকে তার লালমাটিয়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এর পর ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
The post স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ছাত্র ফেডারেশনের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f-%e0%a6%93/
No comments:
Post a Comment