ফাতেহ ডেস্ক:
বরিশালের চরমোনাই দরবারের বার্ষিক মাহফিল বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাদ জোহর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। মাহফিলটি ফাল্গুন মাসের মাহফিল নামে সমধিক পরিচিত। মাহফিলে আগত মুসল্লিদের জিকিরের ধ্বনিতে পুরো এলাকা মুখরিত।
উদ্বোধনী বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, ‘চরমোনাই মাহফিল দুনিয়াবি কোনো উদ্দেশ্যে নয় বরং পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।’ এ সময় আগত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখানে দুনিয়াবি কোনো স্বার্থের কারণে আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন, তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।’
আমিরুল মুজাহিদিন মুফতি রেজাউল করিম আরও বলেন, ‘যারা চরমোনাইতে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল অন্তরে জায়গা দিন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব বের করে আল্লাহর পথে নিজেকে বিলীন করে দিন।’
পীর সাহেব চরমোনাই এবারের মাহফিলে যুবকদের ব্যাপক উপস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘দেশের যেকোনো বড় ধরনের পরিবর্তনে যুব সমাজের ভূমিকা অগ্রগামী। সুতরাং যুব সমাজ যদি চারিত্রিকভাবে ভালো হয়, তবে সমাজের বিদ্যমান অনাচার-অবিচারের মূলোৎপাটন সময়ের ব্যাপার।’
The post চরমোনাই বার্ষিক মাহফিল: মুসল্লিদের পদভারে মুখরিত পুরো এলাকা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%ae/
No comments:
Post a Comment