ফাতেহ ডেস্ক:
ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর প্রতিষ্ঠাতা ও ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী (ভাইজান) ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বাম শরীক দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জিরো’ করার চ্যালেঞ্জ জানিয়েছেন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) পীরজাদা আব্বাস সিদ্দিকী পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে বক্তব্য রাখার সময়ে ওই আহ্বান জানান।
এ সময় পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেন, ‘যেখানে যেখানে বাম শরীকদল প্রার্থী দেবে আগামী নির্বাচনে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলেও স্বাধীন করবো। বামপন্থিরা ও শরীক দল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানেই আমরা তাদের জয়ী করে আগামীদিনে বিজেপি সরকার ও বিজেপি সরকারের বি টিম মমতাকে আমরা বাংলা থেকে উৎখাত করে ছাড়বো।’
তিনি আরো বলেন, ‘আজকে বাংলার স্বাধীনতাকে কেড়েছে এই মমতা। বাংলার নারীদের অধিকার কেড়েছে মমতা। একটা ‘রেপ’-এর জন্য ২ লাখ টাকা মূল্য নির্ধারণ করেছেন মমতা। আন এডেড মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক-শিক্ষিকা, সিভিক ভলেন্টিয়ার, পুলিশ কর্মী সবাই মমতার আমলে বিপদে রয়েছে। ওর দাদাগিরিতে কেউ কথা বলতে পারে না। একমাত্র এই বাঘের বাচ্চা কথা বলে। ওঁদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামীদিনে মমতাকে ‘জিরো’ করে আমরা দেখিয়ে দেবো।’
এছাড়া বিজেপির দিকেও তোপ দাগেন ফুরফুরা শরিফের পীরজাদা। আব্বাসের কথায়, এটা রবীন্দ্রনাথ-নজরুলের বাংলা। এখান থেকে বিজেপি-র কালো হাত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। বিজেপি-কে তাড়াতে হবে। সঙ্গে তাদের বি-টিম তৃণমূলকেও তাড়াতে হবে। এদিনের সমাবেশে বামফ্রন্ট নেতা সীতারাম ইয়েচুরি, বিমান বসু, ডি রাজা, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, আবদুল মান্নান, ভূপেশ বাঘেলসহ বাম-কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্রঃ ইন্ডিয়া টাইমস
The post মমতাকে উৎখাতের ডাক দিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8/
No comments:
Post a Comment