ফাতেহ ডেস্ক:
পিরোজপুর গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে জেলার নাজিরপুরে নির্মাণাধীন মডেল মসজিদের পাইলিং বসানোর সময় দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুই শ্রমিক।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে, উপজেলার স্টেডিয়াম সংলগ্ন স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান।
দুর্ঘটনায় নিহত শ্রমিক মোঃ তরিকুল ইসলাম মল্লিক (৪০) পার্শবর্তী বাগেরহাটের কচুয়া উপজেলার লড়ারকুল গ্রামের সরোয়ার হোসেন মল্লিক এর ছেলে। এছাড়া এ ঘটনায় আহত মোঃ হাফিজুর রহমান শেখ (২৫) একই গ্রামের মোঃ সৈয়দ আলী শেখের ছেলে এবং মোঃ মিরাজুল ইসলাম শেখ (৩৬) একই গ্রামের মোঃ আব্দুল লতিফ শেখ এর ছেলে।
ঘটনাস্থলে থাকা নির্মাণ শ্রমিকরা জানান, বুধবার বিকেলে কয়েকজন শ্রমিক পাইলিং বসানোর কাজ করছিলো। এসময় হঠাৎ করেই পাইলিং কাজের জন্য বসানো টাওয়ার এর একটি টানা ছিঁড়ে টাওয়ারটি মাটিতে হেলে পড়লে টাওয়ারের ওপরে থাকা শ্রমিক তরিকুল এবং অন্য দুই শ্রমিক গুরুতর আহত হন। তাদেরকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই মারা যায় তরিকুল।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এএইচএম মোস্তফা কায়সার জানান, হাসপাতালে আনার পরপরই তরিকুলের মৃত্যু হয়েছে। আর, অন্য দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সরকারিভাবে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে পিরোজপুরের মোট ৮টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে।
The post মসজিদের নির্মাণ কাজে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু, আহত ২ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0/
No comments:
Post a Comment