Thursday, February 25, 2021

ফরিদাবাদ মাদরাসার ইসলাহি মজলিস ও খতমে বুখারি ২৭ ফেব্রুয়ারি

ফাতেহ ডেস্ক:

২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী কওমি মাদরাসা জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের বার্ষিক ইসলাহী মজলিস ও খতমে বুখারী অনুষ্ঠান।

এবারের ইসলাহী মজলিসে জামিয়ার পক্ষ থেকে সকল ফারেগীন ফুযালাদের বিশেষভাবে দাওয়াত দেয়া হয়েছে। তাই এবারের আয়োজন সাবেক শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে বিশাল পুনর্মিলনীতে রূপ নিবে বলে ধারণা করা হচ্ছে।

সকাল দশটা থেকে মজলিসের প্রথম অধিবেশন শুরু হবে, চলবে দুপুর পর্যন্ত। বাদ যোহর খাছ বয়ানের পাশাপাশি থাকবে জামিয়ার ফুজালাদের উদ্দেশ্যে আসাতিজায়ে কেরামের বিশেষ দিকনির্দেশনামূলক বক্তব্য।

বাদ মাগরিব মজলিসের প্রধান অধিবেশন ও বুখারি শরীফের শেষ সবক অনুষ্ঠিত হবে।

বুখারী শরিফের সর্বশেষ দরস প্রদান করবেন ফেনীর ঐতিহ্যবাহী ওলামাবাজার মাদরাসার প্রিন্সিপাল আল্লামা নূরুল ইসলাম আদীব। মহতি এ জলসায় সভাপতিত্ব করবেন জামিয়ার মহাপরিচালক আল্লামা আব্দুল কুদ্দুস।

এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত থাকবেন- মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার আমিনুত তালিম মাওলানা মোহাম্মদ আবদুল মালেক, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, মিরপুর আকবর কমপ্লেক্স এর পরিচালক মুফতি দিলাওয়ার হোসাইন, প্রখ্যাত দার্শনিক আলেম মাওলানা উবাইদুর রহমান খান নদভী, মধুপুরের পীর আবদুল হামিদ, ঢালকানগরের পীর মাওলানা আব্দুল মতিন, মাওলানা জাফর আহমদ প্রমুখ।

The post ফরিদাবাদ মাদরাসার ইসলাহি মজলিস ও খতমে বুখারি ২৭ ফেব্রুয়ারি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf/

No comments:

Post a Comment