ফাতেহ ডেস্ক:
যশোর জেনারেল হাসপাতালে আয়া দিয়ে ডেলিভারি করানোর সময় মায়ের পেট থেকে বাচ্চার শরীর ছিঁড়ে বেরিয়ে আসার অভিযোগ উঠেছে।
শনিবার (২৭শে ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
শুক্রবার রাতে প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বেনাপোলের গাজীপুরের গৃহবধূ আন্না। শনিবার সকালে ওয়ার্ডের চিকিৎসক তানজিলা আখতার একবার দেখে যান। এরপর আর কেউ তাকে দেখতে আসেননি।
রাত ৮টার দিকে ডেলিভারির সময় আন্নার গর্ভের সন্তানের পা বেরিয়ে আসলে আয়া মোমেনা বাচ্চার পা ধরে টানাটানি করে। এক পর্যায়ে বাচ্চাটির গলা থেকে নিচের অংশ ছিঁড়ে বেরিয়ে আসে। পেটের মধ্যে থেকে যায় বাচ্চার মাথা।
এ সময় আয়া মোমেনা পালিয়ে যায়। অন্য নার্সরা মুখ না খুলতে ভয়ভীতি দেখায় গৃহবধূ আন্নাকে। এ ঘটনার পরও তাকে কোন চিকিৎসক দেখতে যাননি।
ওই আয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালটির আরএমও আরিফ আহমেদ। বাচ্চাটির মাথা বের করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
The post আয়া দিয়ে ডেলিভারি নবজাতকের শরীর বিচ্ছিন্ন, মাথা এখনও গর্ভে appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95/
No comments:
Post a Comment