Tuesday, February 23, 2021

ফ্রান্সের মুসলিমবিরোধী আইনের প্রতিবাদ করে ক্ষোভের মুখে পাকিস্তানের রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সে মুসলিমদের কঠোরভাবে দমন করতে প্রণীত নতুন আইনের প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি। এ ঘটনায় দেশটিতে থাকা পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স। খবর- ডন অনলাইনের।

এর আগে শনিবার প্রেসিডেন্ট আলভি বলেন, যখন আপনি দেখবেন কিছু আইন বৃহত্তর গোষ্ঠী থেকে কিছু মানুষকে বিচ্ছিন্ন করছে, তখন এটি বিপজ্জনক নজির। যখন আপনি মহানবীকে অপমান করবেন, তখন আপনি সব মুসলিমকে অপমান করেছেন।

এ সময় তিনি ফ্রান্সের রাজনৈতিক নেতাদের এসব আইন থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

সোমবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে প্রেসিডেন্ট আলভির বক্তব্যে প্রতিবাদ জানানো হয়েছে। বলা হয়েছে, দেশটির তাদের বিলটিতে কোনো বৈষম্য নেই।

 

The post ফ্রান্সের মুসলিমবিরোধী আইনের প্রতিবাদ করে ক্ষোভের মুখে পাকিস্তানের রাষ্ট্রদূত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%86/

No comments:

Post a Comment