Sunday, February 28, 2021

ভাসানচর পরিদর্শন ওআইসি প্রতিনিধি দলের

ফাতেহ ডেস্ক:

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি প্রতিনিধি দল নোয়াখালীর ভাসানচর পরিদর্শন করেছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) হেলিকপ্টার যোগে ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আল দোবেয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি দুপুরে ভাসানচর পৌঁছে। এর আগে প্রতিনিধি দলটি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে।

ওআইসি অফিস থেকে জানানো হয়েছে, প্রতিনিধি দলটি ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছে। ২ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন ওআইসির প্রতিনিধি দলের সদস্যরা।

সফরকালে তারা রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় সকল ক্লাস্টারের মাঝি ফোকাল মাজিদের নিয়ে ওআইসি প্রতিনিধিদল সম্মেলন করবেন।

The post ভাসানচর পরিদর্শন ওআইসি প্রতিনিধি দলের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%93%e0%a6%86%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa/

No comments:

Post a Comment