ফাতেহ ডেস্ক:
করোনার টিকা সম্পূর্ণ নিরাপদ জানিয়ে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে, নগরীর খানপুর এলাকায় করোনা ডেডিগেটেট ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে করোনার ভ্যাকসিন গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে নেয়ার আহ্বান জানান তিনি।
টিকা গ্রহণের পর হাসপাতাল প্রাঙ্গণে শামীম ওসমান সাংবাদিকদের বলেন, সারা বিশ্বে এখনো ১৩০টি দেশে করোনার ভ্যাকসিন পৌঁছায়নি। তবে ভ্যাকসিনপ্রাপ্ত মাত্র ২৫টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের ব্যাপার। এটা আওয়ামী লীগ সরকারের বিরাট সাফল্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদান বলে উল্লেখ করেন শামীম ওসমান।
তিনি আরো জানান, জেলায় এ পর্যন্ত ৪০ হাজার মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন এবং নারায়ণগঞ্জসহ সারা দেশের কোথাও কারো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। তাই নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে এই টিকা গ্রহণ করার তাগিদ দিয়ে পাশাপাশি মাস্ক ব্যবহারসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানান তিনি। এছাড়া মহামারি করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের এই হাসপাতালে যেসব অস্থায়ী স্বাস্থ্যকর্মী জীবনের ঝুঁকি নিয়ে সেবা প্রদান করে যাচ্ছেন তাদের চাকরি স্থায়ীকরণের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলেও আশ্বাস দেন শামীম ওসমান।
The post করোনার টিকা সম্পূর্ণ নিরাপদ জানিয়ে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন শামীম ওসমান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0/
No comments:
Post a Comment