Friday, February 26, 2021

চরমোনাইয়ের মাহফিলে যাবার পথে ট্রাকের চাপায় নিহত ১

ফাতেহ ডেস্ক:

ফরিদপুর থেকে বরিশালের চরমোনাইয়ের মাহফিলে যাবার পথে সড়ক দুর্ঘটনার শিকার হলেন দুই বন্ধু। সড়কে ট্রাকের চাপায় একজন চলে গেছেন না-ফেরার দেশে। আরেকজন হাসপাতালের বিছানায় মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত মোটরসাইকেলের চালক হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আলগী এলাকার সিরাজ শেখের ছেলে শরীফ শেখ। গুরুতর আহত হন ওই এলাকার ইউনুসের ছেলে মো. আলামিন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ফরিদুপর থেকে মোটরসাইকেলযোগে বরিশালের চরমোনাইয়ে আসছিলেন দুই বন্ধু শরীফ ও আলামিন। দপদপিয়া সেতুর টোল পয়েন্ট অতিক্রম করে সেতুতে ওঠার পরে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া একটি ট্রাক শরীফ ও আলামিনের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শরীফের। গুরুতর আহত আলামিনকে চারপাশের লোকজন উদ্ধার করে দুজনকেই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ছগির ঢাকা পোস্টকে জানান, নিহত শরীফের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত আলামিনকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেছেন বলে থানা পুলিশ জানিয়েছে।

The post চরমোনাইয়ের মাহফিলে যাবার পথে ট্রাকের চাপায় নিহত ১ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/

No comments:

Post a Comment