Tuesday, February 23, 2021

মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ২৪ বাংলাদেশি

ফাতেহ ডেস্ক:

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মিয়ানমারে কারাবন্দী ২৪ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। মঙ্গলবার দুপুরে মংডু সীমান্তের ১ নং এক্সিট পয়েন্টে দিয়ে মিয়ানমান বর্ডার গার্ড পুলিশ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার সকালে টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খানের নেতৃত্বে ৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি মিয়ানমার যায়। এরপর মিয়ানমারের অভ্যন্তরে ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্টের মংডুতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মিয়ানমারের ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন ৪ নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের পুলিশ লে. কর্নেল জো লিং অং।

এ বিষয়ে টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানিয়েছেন, বিভিন্ন সময় সীমান্ত অতিক্রম করে কিছু বাংলাদেশি মিয়ানমারে ঢুকে পড়ে। সেখানে কারাভোগ শেষে তাদের মধ্যে ২৪ জনকে আজ ফেরত দেয়া হয়।

এখন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করে পুলিশের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।

কারাভোগ শেষে ফেরত আসা বাংলাদেশি ২৪ জন নাগরিকের মধ্যে টেকনাফের ১২ জন, রাঙামাটির ৮ জন, বান্দরবানের ৩ জন এবং রাজশাহীর ১ জন রয়েছেন।

The post মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ২৪ বাংলাদেশি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%ab/

No comments:

Post a Comment