Thursday, February 25, 2021

বাবাকে মারধর করায় দুই ভাইয়ের পিটুনিতে বড় ভাই নিহত

ফাতেহ ডেস্ক:

রাজধানীর বাড্ডায় মাদকের টাকার জন্য বৃদ্ধ বাবাকে মারধর করায় দুই ভাইয়ের পিটুনিতে নিহত হয়েছেন বড় ভাই সৈয়দ আব্দুল আলা(৪৫)।

বুধবার দুপুর আড়াইটার দিকে দক্ষিণ বাড্ডার দারোগাবাড়ির মোড়ে ক-৩৪ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে বাড্ডা থানা-পুলিশ।

লাশ উদ্ধার ও সুরতহাল প্রস্তুতকারী এস আই আবদুল মান্নাফি দেশ রূপান্তরকে বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যারা মারধর করেছে তারা সবাই স্বীকার করেছে।

তিনি বলেন, বৃদ্ধ আবদুস সালামের ৬ ছেলে। এদের মধ্যে বড় ছেলের নাম সৈয়দ আবদুল আলা। তিনি মাদকাসক্ত ছিলেন। সকাল ১০টার দিকে মাদকের টাকার জন্য বৃদ্ধ বাবাকে মারধর শুরু করেন আলা। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তার ছোট দুই ভাই মো. আলী মিঠু ও মুছা মনি। তারা দুজনে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মিঠু ও মুছাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারাসহ বাড়ির সবাই মারধরের কথা স্বীকার করেছে। এ ঘটনায় বৃদ্ধ বাবা সৈয়দ আবদুস সালাম বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিয়েছেন।

পুলিশ কর্মকর্তারা জানান, এই পরিবারের গ্রামের বাড়ি ঝালকাঠির সদরে। দীর্ঘদিন ধরে বাড্ডা এলাকায় তারা ভাড়া থাকেন। আবদুস সালাম একসময়ে ব্যবসা করলেও এখন বেকার। এছাড়া নিহত ও মারধরকারী ছেলেরাও কোনো কাজ করতেন না।

The post বাবাকে মারধর করায় দুই ভাইয়ের পিটুনিতে বড় ভাই নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87/

No comments:

Post a Comment