ফাতেহ ডেস্ক:
খাশোগি হত্যায় সৌদি যুবরাজকে অভিযুক্ত করে প্রতিবেদন প্রকাশ করলেও সৌদি আরবের সাথে সুস্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র।
সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ হতে যাচ্ছে, এটা আগেই জানা গিয়েছিল। প্রতিবেদনে হত্যায় সৌদি যুবরাজের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসার আভাসও ছিল। এর আগেই সৌদি বাদশাহ সালমানের সাথে ফোনালাপে দুই দেশের সম্পর্কের গভীরতার ওপর গুরুত্বারোপ করেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রতিবেদন প্রকাশের একই সুর পেন্টাগনের মুখপাত্র জন কিরবাই কণ্ঠেও। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সৌদি আরব বরাবরই আমাদের অংশীদার। বন্ধু হিসেবে আমাদের আইন, নাগরিক অধিকার সম্পর্কে আরো খোলাখুলিভাবে আলোচনা করতে হবে। আমাদের সম্পর্কটি আরো কীভাবে এগিয়ে নেয়া যায় তা নিয়েও স্পষ্টভাবে আলোচনা করবো। আমরা তাদের প্রতিরক্ষার বিষয়টি সবসময়ই সম্মান করে এসেছি।
খাশোগি হত্যায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার প্রমাণের পরও তার বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেয়নি বাইডেন প্রশাসন। অন্যতম তেল উৎপাদনকারী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখাই এই পদক্ষেপ, বলে জানান বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী আচরণের সমালোচনা করেছেন মানবাধিকারকর্মীরা। তদের মতে, মানবাধিকার রক্ষায় সৌদি যুবরাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া উচিত ছিলো মার্কিন প্রশাসনের।
মানবাধিকারকর্মী সারাহ লিয়াহ উইটসন বলেন, ডিএনআই এর প্রতিবেদনে অবাক হওয়ার কিছু নেই। কারণ আজ থেকে ৩ বছর আগেই গোয়েন্দা সংস্থাগুলো তাদের প্রতিবেদনে বলেছে এই হত্যায় মোহাম্মদ বিন সালাম জড়িত। এরপরও সৌদি যুবরাজকে বাঁচাতে অন্য অপরাধীদের উপর যেভাবে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে তাতে এই ঘটনার বিশ্বাসযোগ্যতা হারাবে। আর তার জন্য যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে।
খাশোগি খুনের ঘটনায় সৌদি আরবের সাবেক এক কর্মকর্তা ও রাজকীয় একটি বাহিনীর ওপর আর্থিক নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটির ৭৬ নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।সেইসাথে দেয়া হয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও।
২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের ভেতর ৫৯ বছর বয়সী সাংবাদিক জামাল খাশুগজিকে সৌদি এজেন্টরা হত্যা করে এবং তার লাশ গুম করে ফেলে। সৌদি ক্রাউন প্রিন্সই এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দাবি করে এলেও মোহাম্মদ বিন সালমান শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় খাশুগজি খুনের ঘটনায় সৌদি আরবের গোয়েন্দা সংস্থার সাবেক উপপ্রধান আহমেদ আল-আসিরি এবং সৌদি রয়েল গার্ডস র্যাপিড ইন্টারভেনশন ফোর্সের (রিফ) ওপর নিষেধাজ্ঞা দেয়।
The post সৌদির সাথে সুস্পর্ক বজায় রাখার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%9c%e0%a6%be%e0%a7%9f/
No comments:
Post a Comment