ফাতেহ ডেস্ক:
দাবি নয়, আন্দোলন সংগ্রামের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। শনিবার দুপুরে খুলনায় বিভাগীয় মহাসমাবেশে নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা।
সমাবেশের অনুমতি না দেয়ায় তীব্র নিন্দা জানান তারা। পাশাপাশি সরকার ও তাদের কার্যক্রমকে অগণতান্ত্রিক বলে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের ষড়যন্ত্র বন্ধ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের ছয় সিটি কর্পোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে বিভাগীয় শহরে মহাসমাবেশের কর্মসূচির অংশ হিসেবে খুলনায় এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
তবে সমাবেশ করার অনুমতি না পেয়ে নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা বিএনপি।
সমাবেশে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, শামসুজ্জামান দুদু, এডভোকেট নিতাই রায় চৌধুরী, মসিউর রহমানসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইসরাক হোসেন, তাবিথ ওয়ালসহ চট্টগ্রাম, বরিশাল, সিলটসহ ছয় সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীরা।
এদিকে ২৪ ঘণ্টা পর খুলনায় বাস চলাচল স্বাভাবিক হয়েছে।খুলনা থেকে দেশের বিভিন্ন জেলায় ছেড়ে গেছে পরবিহনের বাসগুলো। বাস চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। বিএনপির সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে খুলনা থেকে সব রুটে যান চলাচল বন্ধ রেখেছিলো পরিবহন মালিক সমিতি। কোনো ঘোষণা ছাড়াই বাস বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
The post দাবি নয়, আন্দোলনে অধিকার আদায় করবে বিএনপি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/
No comments:
Post a Comment