ফাতেহ ডেস্ক:
রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (২৭শে ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ৯টা ৮ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিগান বলেন, কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে লাগা আগুন রাত সাড়ে ১০টায় নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে।
তিনি আরও বলেন, ‘মার্কেটের দোকানপাট বাঁশ, কাঠ বা টেম্পোরারি সরঞ্জাম দিয়ে তৈরি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, এ ধরনের মার্কেটে একবার আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়ে। পরিপূর্ণ ধরনের কোনো ইলেক্ট্রনিক লাইন ছিল না। সেখানে ইলেক্ট্রিক লাইনে যদি সমস্যা থাকে, সেখান থেকে কিন্তু ইলেক্ট্রিক শর্টসার্কিট হওয়া সহজ হয়ে যায়। এরকম একটা স্পর্শকাতর জায়গায় পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছি।’
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান ডিউটি অফিসার মাহফুজ রিগান।
The post কারওয়ান বাজারে হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be/
No comments:
Post a Comment