ফাতেহ ডেস্ক:
দৈনিক যুগান্তরের ‘ইসলাম ও জীবন’ পাতার প্রতিষ্ঠাকাল থেকে দীর্ঘদিনের বিভাগীয় সম্পাদক, ছড়াকার ও লেখক হাফেজ আহমাদ উল্লাহ বুধবার রাত সাড়ে দশটার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আধুনিক প্রগতিশীল দৈনিক কাগজে ইসলাম পাতা পরিচালনায় তিনি বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। অনেক নবীন লেখকের হাত দিয়ে অসাধারণ সব ফিচার রচনা করিয়েছেন। দৈনিক যুগান্তরের ইসলাম ও জীবন পাতাটি সম্পাদনা করেছেন প্রায় ২২ বছর। দৈনিক পত্রিকায় ধর্মও একটি কাটতি আইটেম, সেটা তাঁর হাত ধরেই প্রতিষ্ঠা পায়।
৭১’র আগে লালবাগ মাদ্রাসার হেফজখানা থেকে তিনি হেফজুল কোরআন সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি স্কুল-কলেজে লেখাপড়া করেন। আশি ও নব্বইয়ের দশকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে তার সম্পর্ক ছিল। ১৯৯১-৯৫’র সংসদ ও সংসদ সদস্যদের নিয়ে একটি প্রামাণ্য গ্রন্থ সম্পাদনা করেছিলেন।
The post যুগান্তরের ‘ইসলাম ও জীবন’ পাতার সাবেক সম্পাদক হাফেজ আহমাদুল্লাহর ইন্তেকাল appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%93-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%aa/
No comments:
Post a Comment