ফাতেহ ডেস্ক:
যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থীর বিপক্ষে নির্বাচনে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ থেকে ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মফিজুর রহমানের বিরুদ্ধে ভোটে নামায় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দফাদার, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মফিদুল ও পৌর শাখার যুগ্ম আহ্বায়ক সেলিম খানকে সংগঠন বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অপরাধে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফুর গাফফার ও যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
The post যশোরে আওয়ামী লীগের ৪ নেতাকে বহিষ্কার appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%af%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%aa-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be/
No comments:
Post a Comment