Saturday, March 20, 2021

ইজরাইলের সাথে সম্পর্কে জড়াবে না সৌদি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, দেশটি নিজের অবস্থানের কথা বিবেচনা করে ইজরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে না। শুক্রবার সৌদি দৈনিক আরব নিউজে প্রকাশিত এক সাক্ষাতকারে এই কথা জানান তিনি।

আদেল আল-জুবায়ের বলেন, ফিলিস্তিন প্রশ্নে সৌদি আরবের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এবং আরব শান্তি প্রক্রিয়া দেশটি এখনো সমর্থন করছে, যার ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা রয়েছে।

আদেল আল-জুবায়ের বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো প্রতিবেশী মিত্রদের ইজরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করলেও এই পদক্ষেপ নিচ্ছে না সৌদি আরব।

তিনি বলেন, ‘আমরা চাই আরব শান্তি প্রক্রিয়ার মাধ্যমে দুই রাষ্ট্র সমাধান এবং এর সংশ্লিষ্ট জাতিসঙ্ঘ প্রস্তাব পাস যাতে আমরা একটি ফিলিস্তিনি রাষ্ট্র পেতে পারি যাতে করে শান্তি ও নিরাপত্তার সাথে বাস করতে পারি।’

গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইজরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন কূটনীতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে চুক্তি স্বাক্ষর করে। ‘ইবরাহীমি চুক্তি’ নামে পরিচিত ওই চুক্তিতে পরে সুদান ও মরক্কো যোগ দেয়।

সূত্র : মিডল ইস্ট আই

The post ইজরাইলের সাথে সম্পর্কে জড়াবে না সৌদি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c/

No comments:

Post a Comment