Saturday, March 20, 2021

সমকামিতাকে সমর্থনকারী ‘ইস্তাম্বুল সনদ’ থেকে বেরিয়ে গেল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

নারী অধিকার বিষয়ক ইউরোপের ঐতিহাসিক ‘ইস্তাম্বুল সনদ’ সনদ থেকে বেরিয়ে গেছে তুরস্ক। খবর বিবিসি বাংলা।

সনদে স্বাক্ষরকারী প্রতিটি দেশের বাধ্যবাধকতা রয়েছে যে, তাদের ‘বৈবাহিক সম্পর্কের ভেতর ধর্ষণ’ এবং ‘মেয়েদের খৎনা রোধ’সহ নারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে আইন তৈরি করতে হবে। এতে পারিবারিক সহিংসতা রোধ ও তার বিচারের কথাও আছে। কিন্তু তুরস্কের কর্মকর্তারা বলছেন, এই সনদে যে নারী-পুরুষের সাম্যের কথা বলা হয়েছে তাতে ‘পরিবারকে হেয় করা হয়েছে।’

তাছাড়া এতে যৌন-অভিরুচির জন্য কারও বিরুদ্ধে বৈষম্য না করার কথা আছে- যা তাদের ভাষায় ‘সমকামিতাকে উৎসাহিত করে’ বলে কমকর্তারা বলেন।

তুরস্কের পরিবারবিষয়ক মন্ত্রী জেহরা জুমরুট তুরস্কের ওই সনদ থেকে বেরিয়ে যাওয়ার কোনো কারণ দেখাননি, তবে বলেছেন, তার দেশের সংবিধানে নারীর অধিকার সংরক্ষিত রয়েছে।

The post সমকামিতাকে সমর্থনকারী ‘ইস্তাম্বুল সনদ’ থেকে বেরিয়ে গেল তুরস্ক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%87/

No comments:

Post a Comment