আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মাদরাসাগুলোতে এবার শিক্ষার্থীদের বেদ, গীতা ও রামায়ণ পড়ানোর প্রস্তাব দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় ওপেন স্কুলিং সংস্থার (The National Institute of Open Schooling/NIOS) পক্ষে নতুন এই প্রস্তাব দেওয়া হয়েছে। খবর জি-নিউজের।
NIOS-এর নতুন প্রস্তাবে ১৫টি নতুন কোর্সের কথা বলা হয়েছে। ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির ধারক-বাহক হিসাবে এই তালিকায় রাখা হতে পারে বেদ, যোগ, রামায়ণ ও মহাভারত। থাকছে সংস্কৃত ভাষাও। এরই সঙ্গে থাকবে কিছু ভোকেশনাল স্কিলও। পড়ানো হবে ভগবত গীতাও। প্রাথমিক ভাবে ১০০ মাদরাসায় এগুলো পড়ানো শুরু করা হবে। পরবর্তীতে ৫০০ মাদরাসায় তা চালু করা হবে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি, NIOS-এর নতুন এই প্রস্তাব মাদরাসা ও আন্তর্জাতিক পড়ুয়াদের ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য বুঝতে সাহায্য করবে। এই প্রসঙ্গে ড. রমেশ পোখরিয়াল বলেছেন, ভারত হল প্রাচীন ভাষা, বিজ্ঞান ও সংস্কৃতির ভাণ্ডার।
প্রসঙ্গত, ভারতীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বাধীন শিক্ষা সংস্থা হল এই ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং।
The post ভারতের মাদরাসায় বেদ-গীতা-রামায়ণ পড়ানোর প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be/
No comments:
Post a Comment