Sunday, March 21, 2021

মাহফিলের মাইক বাঁধার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাহফিলের মাইক বাঁধতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গিয়াস উদ্দীন প্রকাশ কাইছার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৬টার দিকে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী আশকরিয়াপাড়ায় অবস্থিত হাফেজিয়া দরসুল কোরআন হেফজখানা ও এতিমখানার মাদ্রাসার মাহফিলের মাইক বাঁধতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত গিয়াস উদ্দীন বাঁশখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের ছৈয়দ বাহার উল্লাহপাড়া এলাকার মনজুর আহমদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার দক্ষিণ জলদী হাফেজিয়া দরসুল কোরআন হেফজখানা ও এতিমখানার মাদ্রাসার বার্ষিকী মাহফিলের জন্য সকালে গাছে উঠে মাইক বাঁধতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ঘটনার সত্যতা স্বীকার করে বাঁশখালী থানার ওসি সফিউল কবীর বলেন, দক্ষিণ জলদী মাহফিলে মাইক বাঁধতে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

The post মাহফিলের মাইক বাঁধার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/

No comments:

Post a Comment