Sunday, March 21, 2021

নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী পা রাখলেন ঢাকায়

ফাতেহ ডেস্ক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুইদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি। এটি নেপালের কোনো রাষ্ট্রপতির প্রথম বাংলাদেশ সফর।

সোমবার (২২ মার্চ) সকাল ৯টা ৪৫ মি‌নি‌টে নেপাল এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ফুল দিয়ে তাকে স্বাগত জানান। দুদেশের জাতীয় সংগীত বাজিয়ে তিন বাহিনীর একটি চৌকসদল বিমানবন্দরে নেপালের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নেপালের রাষ্ট্রপতির এ সফরে দেশটির সঙ্গে চারটি সমঝোতা স্মারক সই হতে পারে।

নেপালের রাষ্ট্রপতির প্রতিনিধি দলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ড. এ আব্দুল মোমেন এবং এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বিদ্যা দেবী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি প্যারেড গ্রাউন্ডে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি বক্তব্য রাখবেন।

সন্ধ্যায় নেপালের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। রাতে তিনি রাষ্ট্রপতির নৈশভোজে অংশ নেবেন। পরদিন ২৩ মার্চ কাঠমাণ্ডুতে ফিরে যাওয়ার আগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন নেপালের রাষ্ট্রপতি।

The post নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী পা রাখলেন ঢাকায় appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af/

No comments:

Post a Comment