Monday, March 1, 2021

মিয়ানমারে বিক্ষোভের সংবাদ প্রচার করায় আটক ১০ গণমাধ্যমকর্মী

ফাতেহ ডেস্ক:

মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় অন্তত ১০ গণমাধ্যমকর্মীকে আটক করেছে সামরিক জান্তা। সোমবার তাদের আটক করা হয়। তবে এখনও কোন অভিযোগ গঠন করা হয়নি তাদের বিরুদ্ধে। মিয়ানমারের বিভিন্ন শহরে জান্তার বিরুদ্ধে সংবাদ সংগ্রহে নিয়োজিত ছিলেন তারা।

স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, বিক্ষোভের খবর প্রচারের কারণে গেল ১৪ই ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২৫ জন গণমাধ্যমকর্মীকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী।

এদিকে, মিয়ানমার ইস্যুতে জান্তা সরকারের প্রতিনিধির উপস্থিতিতে আজ বৈঠক করবেন আসিয়ানের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে সেনা অভ্যুত্থানের তীব্র নিন্দা জানানো হবে বলে আশ্বস্ত করেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী।

The post মিয়ানমারে বিক্ষোভের সংবাদ প্রচার করায় আটক ১০ গণমাধ্যমকর্মী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be/

No comments:

Post a Comment