Saturday, March 20, 2021

প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

বঙ্গবন্ধুর ম্যুরাল শুধু জেলা ও উপজেলা শহর নয়, পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২০ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের নামফলক উন্মোচন করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, সারাবিশ্বের নিপীড়িত মানুষের অধিকার নিয়ে কথা বলতেন। এজন্য সারাবিশ্বের মানুষ এখন বঙ্গবন্ধুকে স্মরণ করছে। ১৭ মার্চ থেকে ১০ দিন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর প্রধানমন্ত্রীরা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। এছাড়া দেশের প্রতিটি জেলায় নানা আয়োজনে বঙ্গবন্ধুকে স্মরণ করা হচ্ছে।

ম্যুরাল উদ্বোধনী অুনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরুল হুদা পাটোয়ারী ও পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহম্মেদ ভূঁইয়া।

The post প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7/

No comments:

Post a Comment