Tuesday, September 21, 2021

আরআইবিএ মসজিদের নকশা প্রতিযোগিতায় বিজয়ী লুকা পোয়ান

আন্তর্জাতিক ডেস্ক:

ল্যাঙ্কাশায়ারের প্রেস্টনে একটি নতুন মসজিদের নকশার জন্য আন্তর্জাতিক আরআইবিএ (রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস) প্রতিযোগিতার বিজয়ী হিসেবে লন্ডনভিত্তিক স্থাপত্য চর্চাকেন্দ্র লুকা পোয়ান ফরমের নাম ঘোষণা করা হয়েছে।

ক্লায়েন্ট প্রেস্টন সিটি সেন্টারের কাছাকাছি এবং আশেপাশের এলাকা থেকে দৃশ্যমান একটি সাইটে মসজিদের একটি ল্যান্ডমার্ক বিল্ডিং তৈরির জন্য নকশা খুঁজছিলেন। প্রতিযোগিতায় ৪০টি দেশের ২০০-এর অধিক নকশা জমা পড়েছিলো। তারমধ্য থেকে দীর্ঘ বিবেচনা ও আলোচনার পর বিচারক প্যানেল সর্বসম্মতিক্রমে লুকা পোয়ান ফরমের নকশাকে সার্বিকভাবে বিজয়ী হিসেবে নির্বাচিত করেছে।

লুকা পোয়ান তার নকশা প্রস্তাবনা এবং প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর এক বিবৃতিতে বলে, মসজিদটি একটি অত্যন্ত দৃষ্টিনন্দন ভবন হিসেবে গড়ে উঠবে। এটি ইসলামী এতিহ্যকে ফুটিয়ে তুলবে।

সূত্র: স্প্যাসিফিকেশক অনলাইন

The post আরআইবিএ মসজিদের নকশা প্রতিযোগিতায় বিজয়ী লুকা পোয়ান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%86%e0%a6%87%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%95%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/

No comments:

Post a Comment