ফাতেহ ডেস্ক:
খুলনা মহানগরীতে তেলের পরিমাপে কারচুপির অভিযোগে একটি পেট্রোল পাম্পকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার দুপুরে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে মহানগরে এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানিয়েছেন, দু’টি ফিলিং স্টেশন তদারকি করা হয়, যার মধ্যে সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশের মেসার্স গোলাম হোসেন পাম্পকে তেলের পরিমাপে কারচুপি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ধারায় ৫০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
পাম্পটিতে প্রতি ৫ লিটার অকটেনে ২০০ মি.লি ও পেট্রোলে ১৮০মি.লি কম দেয়ার প্রমাণ পাওয়া যায়। ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
The post ওজনে কম দেয়ায় খুলনায় পেট্রোল পাম্পকে অর্ধলাখ টাকা জরিমানা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%93%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ae-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9f%e0%a7%8d/
No comments:
Post a Comment