Friday, September 24, 2021

একটি অমৃত গাছ

পলিয়ার ওয়াহিদ:


কত মানুষের ভিড় তবু নীরবতা
ঘুমে ঘুমে জাগরণ চুপ কথকতা

এখানে নতুন মুখ ছায়া হয়ে যায়
পুরনো কবরে শুয়ে সোনামুখী ছাই


কবিতা কি লেখা যায়? কবিতা, অলিখিত দলিল
কখনো হয় তো মাছ কখনো সলিল


দিন ও রাতের মাঝে মহুয়া সাজাই
অধরা তোমারে খোড়ে ফকির রাজায়


ভোরের শরীর থেকে মৃত্যু মৃত্যু গন্ধ নেমে আসে
ও সূর্য আকাশ মেঘে বুঝি মোর মরদেহ ভাসে


নিজেকে করতে হবে খুব, খুব বেশি অপচয়
যেন রাষ্ট্র রাষ্ট্র হয়ে যায় আর ভয়ে মরে ভয়


তোমাদের ছবি আঁকি ও হে সাধু সাধের জীবন
এ কী ছবি নাকছবি হায় এঁকেছি নকল-বন

গাছ লিখি ছায়া আর মায়াময় ছায়ার শরীর
যা কিছু আঁকব ভাবি তাও যেন এঁকেছে ওহির


তোমার মুখের মতো ফরশা সকাল
ক্ষুধার্ত শিশুরা কাঁদে
আর ক্ষমতার
মুখে আলো চাল


চাখেনি কখনো যারা মধু আর মধুময় রাত
মধুপূর্ণিমাতে আজ চাঁদ-ই শরাব!


মরে যাব জানি তবু যদি মরে যাই
জীবনে একটি দিন পাখি হতে চাই

১০
তোমার সব আলাপে
ভাঙচুর ডুবে থাকে

পাড় ভেঙে যায়
রাত কিংবা দিনে

কাউকে কিছুই বলে না নদী

The post একটি অমৃত গাছ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b/

No comments:

Post a Comment