Wednesday, September 29, 2021

বিশ্ববিদ্যালয়ে নারী নিষিদ্ধের খবরটি গুজব : তালেবান

আন্তর্জাতিক ডেস্ক:

ইসলামি পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত নারীদের আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে ক্লাস বা কাজ করার অনুমতি দেওয়া হবে না-এমন খবরকে গুজব বলে নাকচ করে দিয়েছে তালেবান।

আফগান সম্প্রচার মন্ত্রণালয় ও কাবুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার ক্ষেত্রে বাধা কোন নেই। তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষক ও শিক্ষার্থীরা আগের মতোই পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। খবর জিয়ো টিভির্

এর আগে তালেবান সরকারের নিয়োগ দেওয়া কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আশরাফ ঘাইরাত সোমবার বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হলো।’

আর এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ভুয়া খবর দিয়ে বিভ্রান্ত করতে এসব কথা ছড়ানো হচ্ছে।

তালেবান কর্তৃপক্ষ বলছে, কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের কোনো সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট নেই। কোনো খবর প্রকাশ করতে হলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া উচিত।

প্রসঙ্গত, কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আশরাফ ঘাইরাতকে নিয়োগ দেওয়া নিয়ে ইতিপূর্বে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। তার যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে।

সূত্র : জিয়ো টিভি

 

The post বিশ্ববিদ্যালয়ে নারী নিষিদ্ধের খবরটি গুজব : তালেবান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf/

No comments:

Post a Comment